হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বুলগেরিয়ান নারী সাবাস্কা ইফানোফা তুরস্কের আদ্রানা শহরে মহানবী (সা:)-এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন।
৮০ বছর বয়সী বুলগেরিয়ান এই নারী আদ্রানা শহরের দারুল-ফতোয়ায় গিয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এরপর আদ্রানা শহরের মুফতিদের সামনে নিজের ভাষায় শাহাদাত বাণী উচ্চারণ করেন।
বুলগেরিয়ার এই নও মুসলিম নারী মুসলিম হওয়ার পর ‘ফাতিমা’ নাম বেছে নেন। অনুষ্ঠানে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইসলাম ও ইসলামের নবী (সা:) এর জীবনী নিয়ে অধ্যয়ন করতেন।
সবশেষে আদ্রানা শহরের মুফতি নও মুসলিম বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআনের একটি কপি উপহার হিসেবে প্রদান করেন।